ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

শ্রীমঙ্গলে বজ্রপাতে দুজনের মৃত্যু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৬ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
শ্রীমঙ্গলে বজ্রপাতে দুজনের মৃত্যু

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মাঠে কাজ করার সময় বজ্রপাতে চা শ্রমিক ও কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) উপজেলার কালাপুর ও কালাঘাট ইউনিয়নে পৃথক সময়ে বজ্রপাতে তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- কালাঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগানের মেগা রায়ের ছেলে চা শ্রমিক নৃপেন রায় (৪৫) ও কালাপুর ইউনিয়নের বরুনা হামিদনগর গ্রামের ছিমাই মিয়ার ছেলে কৃষক উম্মত আলী (৪৫)।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে চা বাগানে কাজ করছিলেন নৃপেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে দুপুর ২টার দিকে হাইল হাওরে কৃষিকাজ করছিলেন উম্মত। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে খবর পেয়ে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলার ভাইস চেয়ারম্যান লিটন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন।

ইউএনও আলী রাজিব মাহমুদ মিঠুন বলেন, আমরা মারা যাওয়া দুজনের পরিবারকে মরদেহ সৎকারের জন্য ১০ হাজার টাকা করে দিয়েছি। পরে তাদের আরও সহযোগিতা করা হবে।

বাংলাদেশ সময়: ০৯০১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।