ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

কোম্পানীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
কোম্পানীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের

সিলেট: সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জে মাছ ধরতে গিয়ে বদরুল আলম বদিল (৩৫) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন।  

মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৮টায় দিকে উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের শাহ আরেফিন টিলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বদরুল আলম ওই ইউনিয়নের চিকাডহর গ্রামের মৃত ওয়াতির আলীর ছেলে।  

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানান, এদিন ভোর রাতে পার্শ্ববর্তী মতিয়া টিলা এলাকায় মাছ ধরতে যান বদরুল আলম। সকাল সাড়ে ৮টায় বাড়ি ফেরার পথে শাহ আরেফিন টিলা এলাকায় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, বদরুল আলম বদিল সকালে মাছ ধরে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিবার পুলিশকে অবহিত করে মরদেহ দাফনের জন্য নিয়ে গেছেন।  

এদিকে বজ্রপাতে নিহতের পরিবারকে উপজেলা প্রশাসন থেকে সরকারি অনুদানের ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।  

এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুসিকান্ত হাজংকে জানান, বদরুল আলম বদিলের দাফনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, অক্টোবর ১১, ২০২২
এনইউ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।