ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নৌকা থেকে পালানো জেলে গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
নৌকা থেকে পালানো জেলে গ্রেফতার

সিরাজগঞ্জ: কারাগারে নেওয়ার পথে নৌকা থেকে লাফ দিয়ে পালানো জেলে আব্দুল বাছেদকে (২০) তিনদিন পর গ্রেফতার করা হয়েছে।  

শনিবার (২২ অক্টোবর) গভীর রাতে টাঙ্গাইল জেলার সখিপুর উপজেলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশ।

আব্দুল বাছেদ টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার আটাপাড়ার নুরুল ইসলামের ছেলে।

চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, ইলিশ সংরক্ষণ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল বাছেদকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে টাঙ্গাইল জেলার সখিপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার (২৩ অক্টোবর) দুপুরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।  

জানা যায়, মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতভর যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মা ইলিশ ধরার অপরাধে আব্দুল বাছেদসহ ২২ জেলেকে আটক করা হয়। পরে তাদের প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসানা ইয়াসমিন। সাজাপ্রাপ্ত জেলেদের নৌকায় করে কারাগারে নেওয়ার পথে টাঙ্গাইল সদর উপজেলার কুকুরিয়া এলাকায় পৌঁছালে আব্দুল বাছেদ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান।  

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।