ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানা কর্মীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
রাজধানীতে  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কারখানা কর্মীর মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরে কোম্পানীঘাট এলাকায় একটি ব্যাগ কারখানায় বিদ্যুতায়িত হয়ে তালাল (৩০) নামের এক কর্মীর মৃত্যু হয়েছে।  

বুধবার (২৬অক্টোবর) বেলা ১১টার দিকে ওই কর্মী বিদ্যুতায়িত হন।

  মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ১টার দিকে তালালকে মৃত ঘোষণা করেন।

মৃত তালালের সহকর্মী তৌহিদ খান জানান, তারা একটি ট্রলিব্যাগ কারখানায় কাজ করেন। তালাল অপারেটরের কাজ করতেন। ঘটনার সময় সে বিদ্যুতচালিত মেশিনে সেলাইয়ের কাজ করছিলেন। এসময় মেশিনের সঙ্গে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে নিয়ে আসলে মারা যান।

তৌহিদ আরও জানান, তারা ওই কারখানাতেই থাকতেন। তালালের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তালালকে সহকর্মীরা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
এজেডএস/ইআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।