ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আইন ও আদালত

রাজবাড়ীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০২২
রাজবাড়ীতে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৫

ওরাজবাড়ী: রাজবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ ডাকাতের পাঁচ সদস্যকে বিদেশি অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে সাংবাদিক সম্মেলন করে বিষয়টি জানান রাজবাড়ীর পুলিশ সুপার (এসপি) এম এম শাকিলুজ্জামান।

গ্রেফতাররা হলেন- রাহাত বিশ্বাস ওরফে পিয়াল (২৬), আরিফ মণ্ডল (২৯), আশরাফুল ইসলাম (২৫), রমজান আলি (২৪) ও আলিম শেখ (২৩)। এরা সবাই রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।

গতকাল মঙ্গলবার ২৫ অক্টোবর রাজবাড়ী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেনের নেতৃত্বে জেল সদরের খানখানাপুর সদ্দারপাড়ার জনৈক ওসমান সেকের বাড়িতে ডাকাতির প্রস্তুতির সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দাগী আসামিদের দেশি-বিদেশি অস্ত্রসহ তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে একটি স্বয়ংক্রিয় বিদেশি পিস্তল,দুইটি ম্যাগজিন ও নয় রাউন্ড গুলি, শর্টগানের একটি কার্তুজ, একটি চাইনিজ কুড়াল, একটি লোহার তৈরি ধারালো রামদাসহ বেশ কয়েকটি ছুরি জব্দ করা হয়।

গ্রেফতার আসামিদের বিরুদ্ধে জেলা সদর থানায় অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির মামলা রুজু করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, অক্টোবার ২৬, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।