ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাবা-মা ঘুমিয়ে, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২
বাবা-মা ঘুমিয়ে, পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

সিরাজগঞ্জ: ঘুমন্ত বাবা-মার পাশ থেকে উঠে বাড়ির পাশের পুকুরে ডুবে মারা গেল দুই বছরের শিশু।

শনিবার (২৯ অক্টোবর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাড়াবিল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু মুস্তাকিম (২) ওই গ্রামের মোঃ নজরুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে মুস্তাকিমকে নিয়ে তার বাবা-মা ঘুমিয়ে ছিলেন। ঘুম থেকে উঠে দেখেন মুস্তাকিম নিখোঁজ। অনেক খোঁজাখুঁজির করেও তাকে পাওয়া যাচ্ছিল না। এ অবস্থায় বিকেলে বাড়ীর পাশের পুকুরে মুস্তাকিমের মরদেহ ভেসে ওঠে। স্বজনেরা মরদেহ উদ্ধার করে দাফন করে।

নিহত শিশুটির বাবা নজরুল ইসলাম জানান, আমরা ঘুমিয়ে ছিলাম। আমাদের পাশেই মুস্তাকিম ঘুমিয়ে ছিল। কোন এক সময় সে জেগে উঠে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা গেছে।  

বাংলাদেশ সময়: ০০০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২২ 
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।