ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২২
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

রাজশাহী: দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (৫ নভেম্বর) দুপুরে রাজশাহী মহানগরের মতিহার থানার কাজলা এলাকায় রাজশাহী-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ শামসুজ্জামান (২৬)। তিনি রাজশাহীর বাঘা উপজেলার ব্রাহ্মণডাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, শনিবার দুপুর ২টার দিকে শামসুজ্জামান মোটরসাইকেল নিয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় শহরের দিক থেকে অপর মোটরসাইকেলটি মহাসড়কে উঠছিল। এক পর্যায়ে মতিহারের কাজলা এলাকায় মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শামসুজ্জামান মোটরসাইকেল থেকে পড়ে যান এবং তার মাথায় আঘাত লাগে।

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে দুর্ঘটনার পর অপর মোটরসাইকেল চালক উঠে পালিয়ে যান। তাকে শনাক্তের চেষ্টা চলছে। নিহত শামসুজ্জামানের পরিবারের দাবি অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।