ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে ভূপেন হাজারিকার পরিবারের সদস্যদের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৫ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২২
বঙ্গবন্ধুর সমাধিতে ভূপেন হাজারিকার পরিবারের সদস্যদের শ্রদ্ধা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাচ্ছেন ভূপেন হাজারিকার পরিবারের সদস্যরা।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ড. ভূপেন হাজারিকার পরিবারের সদস্যসহ ২০ সদস্যের একটি ভারতীয় সাংস্কৃতিক দল শ্রদ্ধা জানিয়েছেন।

রোববার (৬ নভেম্বর) দুপুরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তারা।

এ সময় প্রতিনিধি দলটি বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের সব শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।  

বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শঙ্কর লাল গোয়েঙ্কা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় শিল্পীর ভাতৃবধূ মনীষা হাজারিকাসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। পরে তারা সমাধি সৌধ কমপ্লেক্স ঘুরে দেখেন এবং সমাধি সৌধ চত্বরের বকুলতলায় ভূপেন হাজারিকার দুইটি গান পরিবেশন করেন।

শিল্পীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছেন।  

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২২

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।