ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০২২
রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

রংপুর: রংপুর নগরীর সাহেবগঞ্জ বটতলা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুজার রহমান (৪২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকায় একটি ইটভাটা সংলগ্ন ভবনের ছাদ ঢালাইয়ের সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুজার জেলার কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের ভেতরকুটি জয়বাংলা বাজার এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই এলাকার একটি ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। ভবনটির ওপর দিয়ে পাশের ইটভাটায় পল্লী বিদ্যুতের সংযোগ লাইন নেওয়া হয়েছে। ঢালাই কাজ করার সময় ওই সংযোগ লাইন স্পর্শ গেলে গুরুতর আহত হন আবুজার রহমান। তাকে উদ্ধার করে হারাগাছ ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর হারাগাছ জোনাল অফিসের পরিচালক (অপারেশন ও রক্ষণাবেক্ষণ) ফারুক হোসেন বলেন, বিদ্যুৎ অফিসে আগে জানিয়ে সংযোগ বন্ধ রাখা হলে এ দুর্ঘটনা ঘটতো না। সচেতনতার অভাবে এমন দুর্ঘটনা ঘটেছে।

রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad