ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সন্ত্রাস দমন-শান্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসায় স্পিকার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
সন্ত্রাস দমন-শান্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসায় স্পিকার

ঢাকা: সন্ত্রাস দমন ও শান্তি রক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) স্পিকারের সঙ্গে বাংলাদেশ পুলিশের ঢাকার কমিশনার খন্দকার গোলাম ফারুকের সৌজন্য সাক্ষাৎ হয়।

এ সময় আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর ভূমিকার প্রশংসা করেন ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে দুজনের সাক্ষাৎ হয়।

এ সময় তারা পুলিশের সার্বিক উন্নয়নে বর্তমান সরকারের ভূমিকা, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ নিরলসভাবে দায়িত্ব পালন করে চলেছে।

পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধি করায় দেশে জঙ্গিবাদ দমন ও সন্ত্রাস নিরসন সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২২
এসকে/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।