ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

চিরিরবন্দরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
চিরিরবন্দরে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে পুকুর থেকে আব্দুল মান্নান মণ্ডল (৮০) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার অমরপুর ইউনিয়নের কুতুব ডাঙা বাজার এলাকার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুল মান্নান মণ্ডল দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মোস্তাপুর ইউনিয়নের খড়িবাড়ী (উত্তর পাড়া) এলাকার মৃত মহরম মণ্ডলের ছেলে।

চিরিরবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল স্থানীয়দের বরাত দিয়ে জানান, সন্ধ্যার দিকে কুতুবডাঙা বাজারে এসেছিলেন আব্দুল মান্নান মণ্ডল।  বাজার থেকে বাড়ি যাওয়ার পথে প্রকৃতির ডাকে সাড়া দিতে পাশ্ববর্তী পুকুর থেকে পানি নেওয়ার জন্য নামতে গিয়ে তিনি পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। বয়স বেশি হওয়ায় তিনি আর উঠতে পারেননি।

তিনি আরও জানান, আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রস্তুত করি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৮৩৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।