ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মার চরে খড় কেটে বাড়ি ফেরা হলো না দুই নারীর!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
পদ্মার চরে খড় কেটে বাড়ি ফেরা হলো না দুই নারীর! খড় কেটে ফেরার পথে নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু হয়েছে

রাজশাহী: পদ্মার চরে খড় কেটে ফেরার পথে নৌকাডুবিতে দুই নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় রাজশাহী মহানগরের রাজপাড়া থানার শ্রীরামপুর এলাকার কাছে নৌকাডুবির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—রাজশাহীর পবা উপজেলার দামকুড়া থানার সোনাইকান্দি এলাকার সুমন আলীর স্ত্রী আছিয়া বেগম (৩৫) ও একই এলাকার আলম হোসেনের স্ত্রী রাশেদা বেগম (৪৫)। তাদের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাজশাহী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার সকালে ওই দুই নারী খড় কাটতে পদ্মার ওপারের চরে গিয়েছিলেন। খড় কেটে বিকেলে তারা একটি ছোট ডিঙ্গি নৌকায় করে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে তাদের নৌকাটি ডুবে যায়।

এ সময় অন্যরা সাঁতরে উঠে আসতে পারলেও খড়ের নিচে চাপা পড়েন আছিয়া ও রাশেদা। সন্ধ্যায় শ্রীরামপুর এলাকায় পদ্মার ধারে পানিতে ভাসমান অবস্থায় তাদের দেখতে পান স্থানীয়রা। তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বর্তমানে তাদের মরদেহ হাসপাতালেই রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান নৌ পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, নভেম্বর ১৪, ২০২২
এসএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।