ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু

রাজশাহী: রাজশাহীতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হয়েছে।  

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বেলুন উড়িয়ে সেবা সপ্তাহের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ।


অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন।

স্বাগত বক্তব্য দেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামসহ সদর দপ্তর ফায়ার স্টেশনের কর্মকর্তা, কর্মচারী, সাবেক কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথিরা।

মাঠ কমান্ডার ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ।  

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের স্টাফ অফিসার রাশেদুর রহমান।

রাজশাহী সদর দপ্তরে অনুষ্ঠিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার জিএসএম জাফরউল্লাহ বলেন, বাংলাদেশের যতগুলো সরকারি প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে ফায়ার সার্ভিস অন্যতম। খুব দ্রুততম সময়ে তারা সাড়া দেয়। নিজের জীবন ঝুকি নিয়ে তারা মানুষের সেবা দিয়ে থাকেন। এসব সেবা দিতে গিয়ে প্রাণহানির ঘটনাও ঘটেছে। অগ্নিকাণ্ড নৌদুর্ঘটনাসহ বিভিন্ন উদ্ধার কাজ করার সময় সহকর্মী প্রাণ হারালেও অন্যরা পিছিয়ে যায় না, তারা কাজ শেষ করে ফিরে আসেন।
এর অন্যতম ঘটনা হলো চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনা। এখানে সর্বোচ্চ সংখ্যক ফায়ার ফাইটারের প্রাণহানির ঘটলেও অন্য ফায়ার ফাইটাররা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন।

তিনি বলেন, বর্তমান সরকার ঘোষণা দিয়েছেন প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন হবে। বড় যেসব উপজেলা রয়েছে, সেগুলোতে প্রয়োজনে দুটি করে ফায়ার স্টেশন হবে। এতে মানুষ আরও বেশি সেবা পাবে।

বর্তমানে স্বেচ্ছায় শ্রম দিয়ে এগিয়ে এসেছে মানুষ। তৈরি হয়েছে ভলেন্টিয়ার। যা অত্যন্ত গর্বের ও যুগোপযোগী বলে উল্লেখ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২২
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।