ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিলের পাড়ে ছাগল আনতে গিয়ে লাশ হলো শিশু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
বিলের পাড়ে ছাগল আনতে গিয়ে লাশ হলো শিশু

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিলের পাড়ে ছাগল আনতে গিয়ে লাশ হয়ে ফিরেছে শিশু শ্রেণিতে পড়ুয়া হাফিজা খাতুন তিশামণি (৬) নামে এক শিশু। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

   

রোববার (২০ নভেম্বর) উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গিরিধরপুর গ্রামে কেইলা বিল এলাকায় রহস্যময় এ মৃত্যুর ঘটনা ঘটে।  

তিশামণি গিরিধরপুর গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে গিরিধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শ্রেণির শিক্ষার্থী।

কেন বা কি কারণে এই শিশুটির মৃত্যু হয়েছে, তা নিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দাদের মাঝে।

স্থানীয়রা জানায়, তিশামণি প্রতিদিনের মতো দুপুরে স্কুল থেকে ফিরে পাশের কেইলা বিল থেকে নিজেদের পোষা ছাগল আনতে যায়। কিন্তু দীর্ঝ সময় পেরিয়েও তিশা বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে।

একপর্যায়ে বিলের পাশে কাদামাখা একটি জায়গায় মৃত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পীরজাদা শেখ মোহাম্মদ মোস্তাছিনুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। শিশুর মৃত্যুর বিষয়টি খতিয়ে দেখা হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।