ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় যুবক নিহত ফাইল ছবি

গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বড়নগর খঞ্জনা এলাকায় ট্রেনের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে টঙ্গী-নরসিংদী রেল রুটে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হলেন- নীলফামারীর কিশোরগঞ্জ থানার নিতাই কুরানীপাড়া এলাকার শাহজাহান আলীর ছেলে আহসান হাবিব (৩৮)। তিনি খঞ্জনা এলাকায় প্রাইভেট একটি কোম্পানিতে চাকরি করতেন বলে জানা গেছে।  

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বড়নগর খঞ্জনা এলাকায় টঙ্গী-নরসিংদী রেললাইন পার হচ্ছিল হাবিব। এ সময় একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, নভেম্বর ২২, ২০২২
আরএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।