ঢাকা, রবিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ৩০ জুন ২০২৪, ২২ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরিশালে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
বরিশালে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশাল: বরিশাল নগরে অভিযান চালিয়ে দুটি খাবার হোটেলসহ তিন ব্যবসায়িক প্রতিষ্ঠানকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ নভেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাসের নেতৃত্বে নগরের গীর্জা মহল্লা এলাকায় এ অভিযান চালানো হয়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল জানিয়েছেন, অভিযানে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশে খাবার উৎপাদন, খাবার সংরক্ষণ ও ব্যবস্থাপনায় অসঙ্গতি, নিম্নমানের প্রক্রিয়াজাতকরণ প্রচেষ্টার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৫৩ ধারায় তিনটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

প্রতিষ্ঠান তিনটি হলো—দধিঘর, হোটেল আল-জামিয়া ও হোটেল ওয়াজেদিয়া।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যদের সহযোগিতায় অভিযানে বরিশাল সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

অভিযান পরিচালনাকারী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২২
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।