ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

জাতীয়

সেই রাতে মা হওয়া হাসিনা পেয়েছে জিপিএ-৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩১, নভেম্বর ২৮, ২০২২
সেই রাতে মা হওয়া হাসিনা পেয়েছে জিপিএ-৫

পিরোজপুর: নাজিরপুর উপজেলা থেকে চলতি বছর এসএসসি পরীক্ষার্থী ছিলেন হাসিনা আক্তার। পরীক্ষার আগেই তিনি গর্ভবতী হন।

এসএসসির প্রথম পরীক্ষার রাতে তিনি সন্তান প্রসব করেন। সকালে নির্দিষ্ট সময়ে পরীক্ষায় বসেন। সেই হাসিনা পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন।

হাসিনা আক্তার উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের ভীমকাঠী গ্রামের মো. রায়হান ফকিরের স্ত্রী। তিনি স্থানীয় দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন।

সোমবার (২৮ নভেম্বর) ফল প্রকাশের পর নিজের অর্জনে আনন্দিত হাসিনা ও তার পরিবার।

দূর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতুল কুমার রায় জানান, রাতে সন্তান প্রসবের পর সকালে পিরোজপুর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিয়েছিল হাসিনা। আমরা তাকে নিয়ে চিন্তিত ছিলাম। কিন্তু সে অবিচল থেকে পরীক্ষা দিয়েছে। হাসিনা বিজ্ঞান বিভাগের অত্যন্ত মেধাবী ছাত্রী।

হাসিনা প্রথম পরীক্ষার রাতে জন্ম নেওয়া সন্তানের নাম রেখেছেন জায়ান।

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।