ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

চলে গেলেন তরুণ সাংবাদিক নাজমুল সবুজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
চলে গেলেন তরুণ সাংবাদিক নাজমুল সবুজ নাজমুল সবুজ।

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের দশম ব্যাচের সাবেক শিক্ষার্থী তরুণ সাংবাদিক নাজমুল সবুজ (২৫) মারা গেছেন।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত সাড়ে ১১টায় মারা যান তিনি।

তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। সবুজ ছাত্রজীবনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা করেছেন। ছিলেন বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য। সর্বশেষ দৈনিক খোলাকাগজের কুমিল্লা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।  

নাজমুল সপরিবারে কুমিল্লার সেনানিবাসের পাশে ফরিজপুরে বসবাস করতেন। তার বাবার নাম আনোয়ার হোসেন। দুই বোন এক ভাইয়ের মধ্যে নাজমুল ছোট।  

নাজমুলের বাবা আনোয়ার হোসেন বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর তার ফুসফুসে সমস্যা দেখা দেয়। এদেশে অনেক চিকিৎসা করিয়েছি। পরে উন্নত চিকিৎসার জন্য গত দুই সপ্তাহ আগে তাকে ভারতে পাঠাই। সেখান থেকে মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে আসে সবুজ। আমার এক আত্মীয়ের বাসায় ওঠে। ভাত খেয়ে ঘুমাতে গেলে রাত সাড়ে ১১টায় বমি করে। তার কিছুক্ষণ পরেই সে মারা যায়।  

বুধবার সকাল ১০টায় বুড়িচংয়ের ময়নামতির ফরিজপুরে নাজমুল সবুজের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বেলা সাড়ে ১১টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে কর্মরত সাংবাদিকরা নাজমুল সবুজের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন। চোখের জলে সহকর্মীরা বিদায় জানান তাকে।  

বাদ জোহর গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার আড্ডা গ্রামে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।