নিউইয়র্ক: বাংলাদেশের চলমান সংকটের অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেস তারানকো।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন সোমবার একথা জানিয়েছেন।
সাক্ষাতের সময় নির্বাচনের সহায়ক পরিবেশ সৃষ্টি হলে দুই দলের চলমান সংলাপ সফল হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারানকো।
তবে পানিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক একটি আন্তর্জাতিক কনভেনশনে যোগ দিতে রাষ্ট্রদূত ড. মোমেন মাদ্রিদে চলে যাওয়ায় এ বিষয়ে বিষদ আলোচনা হয়নি বলে জানান রাষ্ট্রদূত।
এদিকে জাতিসংঘের সহকারী মহাসচিব তারানকো এখনও তার গোপন প্রতিবেদন জাতিসংঘ মহাসচিবের কাছে জমা দেননি বলে জাতিসংঘ সংশ্লিস্ট একটি সূত্র জানিয়েছে। সম্প্রতি তার ৬ দিনের বাংলাদেশ সফরের বিষয়ে ওই গোপন প্রতিবেদন তৈরি করছেন তারানকো।
সোমবার থেকে যেকোনো দিন তারানকো তার প্রতিবেদন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের কাছে দাখিল করবেন বলেও জানায় সূত্রটি।
আর জাতিসংঘ মহাসচিবকে জানানোর পরেই জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত ড. মোমনের ডাক পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। সরকারের সঙ্গে বিরোধী দলের সমঝোতার বিষয়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন নতুন কোনো দিক নির্দেশনা দেবেন তখন।
বাংরাদেশ সময় : ১৮৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৩
সম্পাদনা: জাকারিয়া খান, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাক্টিং আউটপুট এডিটর