নিউইয়র্ক: নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথা বলবেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজীনা। বাংলাদেশিদের আয়োজনে দুটি মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি।
৯ মার্চ উডসাইডের গুলশান টেরেসে একটি মতবিনিময় হবে। একই দিনে অন্য একটি স্থানে হবে দ্বিতীয় মতবিনিময় সভা।
সংশ্লিষ্ট একটি সূত্রমতে, রাষ্ট্রদূত ড্যান মজীনার মতবিনিময় সভা সবার জন্য উন্মুক্ত নয়। এমনকি সাংবাদিকদেরকে আমন্ত্রণ না জানানোরও শর্ত দেয়া হয়েছে।
তবে এ ধরনের শর্তের ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য পায়নি বাংলানিউজ।
এদিকে, নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে সক্রিয় বাংলাদেশি আইনজীবী অ্যাটর্নি মইন চৌধুরী এ ব্যাপারে বাংলানিউজকে বলেছেন, ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজীনা নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেবেন এমনটাই নিশ্চিত জেনেছেন তিনি।
কিছুদিন আগে রাষ্ট্রদূত ড্যান মজীনা মিশিগানে প্রবাসী বাংলাদেশীদের পৃথক কয়েকটি মতবিনিময় সভায় অংশ নিয়েছিলেন।
এছাড়া ঢাকাস্থ সাবেক মার্কিন রাষ্ট্রদূত মিস ম্যারি এন পিটার্স তার সময়ে নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেছিলেন। এসব সভায় বাংলাদেশি আমেরিকান নাগরিকদের বিভিন্ন সমস্যা ছাড়াও দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৪