নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রিয়মুখ ব্যান্ড সঙ্গীতশিল্পী রাসেল ঠাকুর (৩৭) ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। ইন্নালিল্লাহে...রাজিউন।
নিউইয়র্ক সময় সোমবার সকালে তরুণ এই সঙ্গীতশিল্পীর আকস্মিক জীবনাবসান ঘটে।
ব্যক্তি জীবনে নিঃসন্তান রাসেল ঠাকুর দীর্ঘদিন ধরে সস্ত্রীক প্রবাসে বসবাস করছিলেন।
তিনি খ্যাতনামা সাংবাদিক আবদুল আউয়াল ঠাকুরের ভাতিজা।
রাসেল ঠাকুরের মৃত্যুতে নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে আসে।
সোমবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে রাসেলের প্রথম নামাজে জানাযা সম্পন্ন হয়েছে।
তার লাশ বর্তমানে জ্যামাইকার মুসলিম সেন্টারে নেওয়া হয়েছে। মঙ্গলবার নিউইয়র্কের লং আইল্যান্ডের মুসলিম গোরস্থানে তাকে দাফন করা হবে বলে পরিবারের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সময়: ০৬৪৯ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪