নিউইয়র্ক: ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজীনার সঙ্গে টাউন হল মিটিং করছেন যুক্তরাষ্ট্রের হাউজ অব ফরেন রিলেশন কমিটির সদস্য কংগ্রেস ওম্যান গ্রেস মেং।
১৫ মার্চ এলমহার্ষ্ট এর একটি পাবলিক স্কুলে এ মিটিং অনুষ্ঠিত হবে।
সোমবার সংশ্লিষ্ট সূত্র বাংলানিউজকে এসব তথ্য জানিয়েছে।
মূলধারার রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অ্যাটর্নি মঈন চৌধুরী জানান, নিউইয়র্কের উডসাইডস্থ গুলশান টেরেসে ১৬মার্চ রোববার দুপুর ১২টায় রাষ্ট্রদূত ড্যান মজিনাকে নিয়ে একটি সভার আয়োজন করা হয়েছে।
প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে রাষ্ট্রদূত ড্যান মজিনাকে সংবর্ধনা দেওয়া হবে বলে তিনি জানান।
এদিকে একই দিন বিকেল ৫টায় লাগোর্ডিয়া ম্যরিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ড্যান ডাব্লিউ মজীনার মতবিনিময়ের আয়োজন করো হয়েছে।
নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি হাসানুজ্জামান বাংলানিউজকে জানান, ১৬ মার্চ বিকেলে ৬০ জন প্রবাসী বাংলাদেশির সঙ্গে রাষ্ট্রদূত মজীনা মতবিনিময় করবেন।
কূটনৈতিক সূত্র জানিয়েছে, এসব সভায় বাংলাদেশের বিভিন্ন অগ্রগতি নিয়ে ড্যান ডাব্লিউ মজীনা বক্তব্য রাখবেন। এছাড়া শ্রম অধিকার ও শ্রমিকদের কর্ম পরিবেশ এবং মানবাধিকার নিয়েও আলোচনা করবেন মজীনা।
মজীনা নিউইয়র্ক, জর্জিয়া ও টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে মোট ১৪ মতবিনিময় সভায় যোগ দেওয়ার কথা রয়েছে।
|
বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, মার্চ ১১, ২০১৪