নিউইয়র্ক: নিউইয়র্কে বিস্ফোরণের পর ভবন ধসের ঘটনায় কোনো বাংলাদেশি হতাহত হননি। আর এ ঘটনা কোন নাশকতামূলক নয়।
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে নিউইয়র্কের ইস্ট হারলেমে একটি ভবনে বিস্ফোরণ হয়। এতে ওই ভবনসহ আরেকটি ভবন ধসে পরে। এ ঘটনায় ৬ জন নিহত ও ৭০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ।
প্রাথমিক তদন্তের পর নিউইয়র্ক ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ বলেছে, গ্যাস লাইন ফুটো হয়ে বিস্ফোরণ ঘটেছে।
নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও এক সংবাদ সম্মেলনে বলেছেন,এ ঘটনা সবচেয়ে বড় বেদনাদায়ক।
এদিকে ফায়ার কমিশনার স্যালভাটোরে ক্যাসানো বলেছেন, গ্যাস সরবরাহকারী কন এডিসন কর্তৃপক্ষের কাছে গ্যাস লিক হওয়ার তথ্য আসে সকাল ৯টা ১৩ মিনিটে। এর কয়েক মিনিটের মধ্যেই গ্যাস লাইন মেরামতের জন্য টেকনিশিয়ান পাঠানো হয়। কিন্তু তারা ঘটনাস্থলে পৌঁছে দেখে এরইমধ্যে বিস্ফোরণে দুটো ভবন ধ্বসে পড়েছে।
বুধবার সকালে ইস্ট হারলেম এলাকার পার্ক এভিনিউতে ১৬১৬ নম্বর ভবনের বাসিন্দারা গ্যাসের গন্ধ পেয়ে জরুরি সাহায্য ৯১১ নম্বরে টেলিফোন করে। এর প্রায় ঘণ্টা দেড়েক পরেই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
বাংলাদেশ সময়: ১৭৫৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০১৪