ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

নিউইয়র্ক

চলে গেলেন রতন বড়ুয়া

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৭, এপ্রিল ১, ২০১৪
চলে গেলেন রতন বড়ুয়া ছবি: রতন বড়ুয়া

ঢাকা: একাত্তরের রণাঙ্গনের বীর সেনানী, প্রবাসে বাংলাদেশিদের প্রিয়মুখ রতন বড়ুয়া আর নেই। নিউইয়র্কের সময় মঙ্গলবার ভোর ছয়টায় জ্যামাইকা হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।



তার ঘনিষ্ঠজন ফাহিম রেজা নূর বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, রতন বড়ুয়ার অন্তিম ইচ্ছা বাংলানিউজেই যেন তার মৃত্যুর সংবাদ প্রথম প্রকাশিত হয়। তিনি, জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজের মাধ্যমে বাংলাদেশের সবাইকে তার মৃত্যুর খবর জানানোর অনুরোধ করেন।

চলতি সপ্তাহেই নিউইয়র্কে রতন বড়ুয়ার শেষকৃত্য অনুষ্ঠান হবে।

ফাহিম রেজা নূর আরো জানান,  এর আগে ‘মুক্তিযোদ্ধার শেষ ইচ্ছা বাংলানিউজেই প্রথম ছাপা হোক’ শীর্ষক শিরোনামে নিউজ দেখে রতন বড়ুয়া সন্তোষ প্রকাশ করেছিলেন। এর ১২ ঘণ্টার মধ্যেই তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১৪
 

 

** মুক্তিযোদ্ধার শেষ ইচ্ছা বাংলানিউজেই প্রথম ছাপা হোক


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ