ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বহুতল ভবনে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪
নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বহুতল ভবনে আগুন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসের প্রাণকেন্দ্রে চারতলা বিশিষ্ট ব্লুসোম ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

নিকটস্থ ফায়ার সার্ভিসের ডজনখানেক গাড়ি আগুন নেভানোর চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভবনটিতে বেশ কয়েকটি বাঙালি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। অগ্নিকাণ্ডের সময় অনেকেই ভবনটিতে নিজস্ব প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
fire_1_
অগ্নিকাণ্ডে কেউ হতাহত হয়নি বলে প্রত্যক্ষদর্শীদের পক্ষ থেকে দাবি করা হলেও পুলিশ বা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনও এ ব্যাপারে কিছু বলা হয়নি।

এছাড়া, অগ্নিকাণ্ডের পর ভবনে কর্মরত ব্যক্তিদের সম্পর্কে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না।

তবে, বাংলাদেশি ব্যবসায়ী রোমান খান বাংলানিউজকে জানান, তিনি ওই ভবনের লিফটে উঠতে যাওয়ার সময়ই ফায়ার অ্যালার্ম শুনতে পান। তৎক্ষণাৎ তিনি ভবনের বাইরে বেরিয়ে আসেন এবং দেখেন অন্যরাও দ্রুত বের হয়ে আসছেন।
ire_2
রোমান জানান, আগুনের সূত্রপাত তৃতীয় তলায়, পরে সেটি চতুর্থ তলায়ও ছড়িয়ে পড়ে।

ভবনের ইএসএল প্রশিক্ষণ কেন্দ্রে কর্মরত সীমা বাংলানিউজকে বলেন, ফায়ার অ্যালার্ম বাজার পর সবাই বেরিয়ে যায়। আমার জানা মতে, কেউ আটকেও পড়েনি এবং কেউ হতাহতও হয়নি।

বাংলাদেশ সময়: ০৪৩৭ ঘণ্টা, এপ্রিল ২২, ২০১৪/আপডেট ০৬০৬ ঘণ্টা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ