নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা ভিশাল দেশাইয়ের সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের বৈঠক করেছেন।
বুধবার স্থানীয় সময় বুধবার বেলা ১১টায় স্টেট ডিপার্টমেন্টে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সংশ্লিষ্ট কূটনৈতিক সুত্র বাংলানিউজকে জানিয়েছে, বৈঠকে বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং বিশেষ করে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে।
এসময় কূটনৈতিক রীতিতে রাষ্ট্রদূত আকরামুল কাদের যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যেকার সম্পর্ক এবং বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপ ও নীতিমালা বিষয়ে বিশদ আলোকপাত করেন।
দুই দেশের সু সম্পর্ক অব্যহত ও উন্নয়নের আশাবাদও ব্যক্ত করেন রাষ্ট্রদূত।
তবে কূটনৈতিক সূত্রটি এও জানিয়েছে, বৈঠকটি একটি রুটিন বৈঠক এবং রাষ্ট্রদূত আকরামুল কাদেরের মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে এ সাক্ষাত ।
বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ২২, ২০১৪