নিউইর্য়ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং তার স্ত্রী রিফাত সুলতানা আকরামের সম্মানে ভয়েস অব আমেরিকা (ভোয়া) কার্যালয়ে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
সম্প্রতি পূর্ব ও মধ্য এশিয়া বিভাগের ডিরেক্টর মি. ইসমাইল এম দাহিয়াত ও ভোয়া বাংলা সার্ভিসের প্রধান রোকয়া হায়দারের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ইসমাইল এম দাহিয়াত বলেন, আকরামুল কাদের দায়ত্ব পালনকালে বাংলাদেশের বিভিন্ন কর্মকা-কে সফলভাবে আমেরিকায় তুলে ধরেছেন। এছাড়া তিনি তার সময়ে ভয়েস অব আমেরিকার সব সাংবাদিকদের সঙ্গে চমৎকার সম্পর্ক স্থাপন করেছেন।
রাষ্ট্রদূত আকরামুল কাদের বলেন, ভয়েস অব আমেরিকা বিশেষ করে বাংলা সার্ভিস বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনে বিশেষ ভূমিকা রাখছে।
তিনি বলেন, আশা করি ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক আরো সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে বাংলা সার্ভিসের জ্যেষ্ঠ সাংবাদিক সরকার কবীর উদ্দিন রাষ্ট্রদূত আকরামুল কাদের এর একটি সাক্ষাৎকার নেন।
এরপর তাদের সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, জুন ০৬, ২০১৪