নিউইয়র্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় বাংলাদেশের ভাষা শহীদদের স্মরণে শহীদ মিনার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় কাউন্সিলম্যান ড্যানিয়েল ড্রম।
রোববার জ্যাকসন হাইটসে জেবিবি’র পথমেলায় এ ঘোষণা দেন নিউইর্য়ক সিটি কাউন্সিলের এই প্রভাবশালী কাউন্সিলম্যান।
প্রতিশ্রুতিতে তিনি বলেন ‘জ্যাকসন হাইটসে শহীদ মিনার হবেই । ’ এজন্য স্থান খোঁজা হচ্ছে বলেও জানান তিনি ।
পথমেলায় স্থানীয় কমিউনিটি বোর্ড এর চেয়ারপারসন মিসেস জিনিও রিক উপস্থিত ছিলেন।
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন (জেবিবিএ)এর পথমেলায় প্রতি বছরের মত এবারও প্রায় ৫ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশির সমাগম হয়। নারী, পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সবাই যেন এদিন ছোট্ট এক খণ্ড বাংলাদেশে হারিয়ে গিয়েছিলেন।
ফুচকা, ছোলাবুট, পিয়াজি , হালিম , পিঠা সহ বিভিন্ন ধরনের বাংলাদেশি খাবারের স্টলের পাশাপাশি মেয়েদের ইমিটেশনের গহনা ও শাড়ি কাপড়ের পসরা বসে জ্যাকসন হাইটসের ৩৭ রোডের কয়েক ব্লক এলাকা জুড়ে। মেলার আকর্ষণ আরো বাড়িয়ে দেন বাংলাদেশের শিল্পী সাংসদ মমতাজ।
মমতাজের গানের পরে বাংলাদেশের শিশু সাংবাদিক ও শিল্পী নুশরাত আর্শিয়ানা মেলায় গান গেয়ে প্রবাসীদের মন জয় করে নেয়।
জেবিবিএর কর্মকর্তা রুহুল আমিন , সংস্কৃতিক কর্মী মোশাররফ হোসেন ও শারমিন রেজা ইভা তাদের অনবদ্য উপস্থাপনায় পথমেলা সফল করে তোলেন।
পথমেলায় এবারও লটারিতে প্রথম পুরস্কার একটি নতুন ভক্স ওয়াগন গাড়ি , দ্বিতীয় পুরস্কার ঢাকা-নিউইয়র্ক বিমান টিকেট,তৃতীয় পুরস্কার ৫০ ইঞ্চি টেলিভিশন এবং ৪র্থ পুরস্কার একটি ল্যাপটপ উপহার দিয়েছে জেবিবিএ।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুন ০৯, ২০১৪