ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

‘রয়েল জেল’-এ রাষ্ট্রপতি আবদুল হামিদ!

শিহাবউদ্দনি কিসলু, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ১১, ২০১৪
‘রয়েল জেল’-এ রাষ্ট্রপতি আবদুল হামিদ! রাষ্ট্রপতি আবদুল হামিদ/ছবি: (ফাইল ফটো)

নিউইয়র্ক: নিউইয়র্কে আসছেন বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার নিউইয়র্কে সফরের তথ্য সংগ্রহ করতে গিয়ে বেরিয়ে এসেছে আরেক রকম এক খবর।



রাষ্ট্রের গুরু দায়িত্ব নেওয়ার পর থেকেই রাষ্ট্রপতি আবদুল হামিদ আটকা পড়েছেন ‘নিরাপত্তা’ নামক বিচ্ছিন্নতার নিয়মের জালে। কিন্তু তার প্রাণ ছুটে যায় সাধারণ মানুষের কাছে। আর তাই জনগণের সংস্পর্শ প্রিয় জনপ্রিয় এই নেতা এমন খেদোক্তি করেছেন, ‘আমি এখন রয়েল জেলে রয়েছি। ’ 

বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ এমনটাই উক্তি করেছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ একটি সূত্র।  

নিউইয়র্কে ব্যক্তিগত সফরে আসছেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। তিনি সরকারি খরচে হোটেলেও থাকতে নারাজ। মেয়েকে দেখতে এবং কয়েকটা দিন এক সঙ্গে সময় কাটাতে চান  ‘বাবা’ আবদুল হামিদ।

সংশ্লিষ্ট সূত্রটি বাংলানিউজকে এ সব তথ্য জানিয়েছে।

তবে রাষ্ট্রপতির সঙ্গে কেবল তার সামরিক সচিব আসছেন বলে জানা গেছে।   

বলিভিয়া ও সাইপ্রাসে সরকারি সফর শেষে রাষ্ট্রপতি আবদুল হামিদ আগামী ১৬ জুন সোমবার নিউইয়র্কে পৌঁছাবেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদের ঘনিষ্ঠ সূত্রটি আরো জানায়, রাষ্ট্রের দায়িত্ব পালনের কঠিন নিয়মানুবর্তিতায়  অনেকটাই  হাপিয়ে উঠেছেন দেশবরেণ্য রাজনীতিক ও বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি।

মহান জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালনকালেও তিনি তার এলাকাসহ দেশের সাধারণ মানুষের কাছাকাছি যেতে পারতেন এবং  তাদের বিভিন্ন সমস্যা শুনে সমাধানের চেষ্টা করতেন।

কিন্তু রাষ্ট্রপতির গুরু দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি আটকা পড়েছেন ‘নিরাপত্তা’ নামে বিচ্ছিন্নতার নিয়মের জালে। সাধারণ মানুষের সঙ্গে মেলামেশার আগের সে সুযোগ আর তার হয় না।   সারাজীবন জনসাধারণের সঙ্গে মিশে থেকে এ পর্যায়ে এমন নিয়ামনুবর্তিতা তাকে প্রতিনিয়তই পীড়া দেয়।

এদিকে, নিউইয়র্ক সফরকালে রাষ্ট্রপতি আবদুল হামিদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান।

তিনি বলেছেন, ১৭ জুন মঙ্গলবার নিউইয়র্কে রাষ্ট্রপতি আবদুল হামিদের সম্মানে এক গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।

তবে তিনি জানান, এই গণসংবর্ধনা ১৭ জুনের পরিবর্তে ১৮ জুন বুধবার সন্ধ্যায়ও হতে পারে। আপাতত আমরা ১৭ জুনই সংবর্ধনার আয়োজন সফল করার লক্ষ্যে কাজ করছি।

এছাড়া, কিশোরগঞ্জবাসীদের পক্ষ থেকেও রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদকে পৃথকভাবে সংবর্ধনা দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে।
 
উল্লেখ্য, রাষ্ট্রপতি আবদুল হামিদ ২০ জুন বাংলাদেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন।

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, জুন ১১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ