নিউইয়র্ক: উত্তর আমেরিকায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘বাংলাদেশ-ইউএস আর্ট কনক্লভ। ’
এ আর্ট কনক্লেভে চিত্রশিল্পী বিপাশা হায়াতসহ আটজন নিউইয়র্কে আসছেন।
বাংলাদেশ থেকে এ সম্মেলনে আরো আসছেন- কঁনক চাপা চাকমা, রোকেয়া সুলতানা, মাকসুদা ইকবাল নিপা, শামীম সুবরানা, শামীনা নাফিজ, আফরোজা জামিল কঙ্কা এবং লায়লা শারমিন।
যুক্তরাষ্ট্রের চিত্রশিল্পীদের মধ্যে রয়েছেন- গালিনা মেলনিক, টিনা লায়লা, হেলেন ডায়েটরিক, বারবারা লেঞ্জ, শামীম বেগম, লরি সামারা, আই ওয়েন কার্টজ এবং আনু আনাম।
দ্য নিউইয়র্ক আর্ট কানেকশন এবং ঢাকার গ্যালারি টোয়েন্টিওয়ানের যৌথ আয়োজনে ‘বাংলাদেশ-ইউএস আর্ট কনক্লভ’ ১৮ জুন বুধবার থেকে শুরু হয়ে ৩০ জুন পর্যন্ত চলবে।
প্রদর্শনীটির উদ্বোধন উপলক্ষে আমন্ত্রিত চিত্রশিল্পীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়েছে ২১ জুন শনিবার সন্ধ্যায়।
নিউইয়র্ক শহরের বাইরে লং আইল্যান্ডে ‘দ্য নিউইয়র্ক আর্ট কানেকশন’র (৫৮০১ সানরাইজ হাইওয়ের সানভেট মল, হলব্রুক) নিজস্ব আর্ট গ্যালারিতে ১৩ দিন ব্যাপী এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে বলে বাংলানিউজকে জানিয়েছেন গ্যালারির পরিচালক আন্তর্জাতিক অঙ্গে পরিচিত শিল্পী খুরশিদ আলম সেলিম।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জুন ১৮, ২০১৪