নিউইয়র্ক: রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন পরিদর্শন করেছেন। সেই সঙ্গে তিনি কূটনীতিক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল পাঁচটায় তিনি মিশন পরিদর্শন করেন।
এর আগে রাষ্ট্রপতি ঘুরে ঘুরে মিশনের বিভিন্ন স্মৃতি চিহ্ন দেখেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন। তিনি রাষ্ট্রপতির কাছে মিশনের কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন।
আব্দুল মোমেন বলেন, বাংলাদেশ আজ জাতিসংঘের অনেকগুলো কমিটির নেতৃত্ব দিচ্ছে এবং সকল সদস্য দেশের সঙ্গে মধুর সম্পর্ক বজায় রেখে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, আজ আমরা জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে প্রথমবারের মত রাষ্ট্রপতিকে পেয়েছি। এটি ইতিহাসের অংশ হয়ে থাকবে।
কূটনীতিক ও কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতি বলেন, আপনারা প্রত্যেকে দেশের এক একজন রাষ্ট্রদূত। আপনাদের কথা, চাল-চলন, আচার-আচরণের মাধ্যমে দেশকে বিদেশের মাটিতে উজ্জ্বলভাবে তুলে ধরবেন। এখানে আপনারাই বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।
এরপর স্থায়ী প্রতিনিধি মিশনের কূটনীতিক ও কর্মকর্তাদের রাষ্ট্রপতির সঙ্গে পরিচয় করিয়ে দেন।
শেষে রাষ্ট্রপতি ও আগত অতিথিদের মিশনের বিভিন্ন প্রকাশনা উপহার দেওয়া হয় এবং চা-চক্রের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, জুন ২০, ২০১৪