ভারতীয় উপমহাদশের নজরুলগীতির সম্রাজ্ঞী ফিরোজা বেগম এবং বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের কিংবদন্তী পণ্ডিত রামকানাই দাশের মহাপ্রয়াণে প্রবাসেও নেমে এসেছে গভীর শোকের ছায়া। তাদের মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হলো তা কোনোদিন পূরণ হবার মতো নয়।
পণ্ডিত রামকানাই দাশ সাম্প্রতিক বছরগুলোতে নিউইয়র্কে বসবাসরত তার মেয়ে এবং বিশিষ্ট নজরুলগীতি শিল্পী ও শিক্ষক কাবেরী দাশের বাসায় থাকতেন। সম্প্রতি বাংলাদেশ সরকার তাকে অমর একুশে পদকে ভূষিত করে। তখনো তিনি নিউইয়র্কেই অবস্থান করছিলেন।
ফিরোজা বেগম এবং পণ্ডিত রামকানাই দাশের স্মরণে প্রবাসীদের পক্ষ থেকে একটি সর্বজনীন শোকসভা আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যা ৬টায় উডসাইডের কুইন্স প্যালেসে এই শোকসভা অনুষ্ঠিত হবে।
শিল্পী, সাহিত্যিক, ব্যবসায়ী, বিশিষ্ট বাংলাদেশিসহ প্রবাসে সকল স্তরের মানুষ এই শোকসভায় অংশ নেবেন।
এই সর্বজনীন শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে প্রবাসের সকল সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনকে অংশগ্রহণের বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশ সময় ১০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪