ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

নিউইয়র্ক

কমিউনিটি বোর্ড মেম্বার মনজুর চৌধুরী আবারও জুডিশিয়াল ডেলিগেট

নিউইয়র্ক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:২৫, সেপ্টেম্বর ১০, ২০১৪
কমিউনিটি বোর্ড মেম্বার মনজুর চৌধুরী আবারও জুডিশিয়াল ডেলিগেট মনজুর চৌধুরী

নিউইয়র্কে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী তরুণ প্রজন্মের অন্যতম রাজনীতিক মনজুর চৌধুরী কুইন্স কাউন্টির জুডিশিয়াল ডেলিগেট হিসেবে নির্বাচিত হয়েছেন।

৯ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়ে যাওয়া নিউইয়র্ক সিটি প্রাইমারি ইলেকশনের মধ্য দিয়ে তিনি তৃতীয়বারের মতো এই পদে নির্বাচিত হলেন।

এর আগে ২০১০ ও ২০১৩ সালেও তিনি এই পদে নির্বাচন করে বিজয়ী হয়েছিলেন।

কুইন্সের মধ্যে অন্যতম প্রভাবশালী ডেমোক্রেটিক ক্লাব নিউভিশন ডেমোক্রেটিক ক্লাবে ইতিহাস সৃষ্টি করে বোর্ড অব ডিরেক্টর হিসেবে নির্বাচিত মন্জুর প্রায় ১০ বছর ধরে ডেমোক্রেট ক্লাবের রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।

কর্মজীবনে মনজুর ডোমিনিকান প্রোভিন্স অব সেন্ট জোসেফ-এর প্রধান কার্যালয়ে কম্পট্রোলার হিসেবে কর্মরত রয়েছেন।

মনজুর চৌধুরী নিউইউয়র্কে কয়েকটি অলাভজনক সংস্থা প্রতিষ্ঠা করেন। যেগুলো প্রবাসী বাংলাদেশিদের মূল ধারায় চাকরি পেতে এবং ক্যারিয়ার গড়তে সহায়তা করছে।

বাংলাদেশ সময় ১০২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ