জাতিসংঘ সদরদফতর থেকে: বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে অর্জনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন নরওয়ের প্রধানমন্ত্রী মিজ এরনা সলবার্গ। এই খাতে নরওয়েকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে এসে দুই প্রধানমন্ত্রী সাইড লাইনে দ্বি-পাক্ষিক বৈঠক করেন মঙ্গলবার সকালে। বৈঠকের পর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আব্দুল মোমেন বাংলানিউজকে একথা জানান।
তিনি জানান, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নরওয়ের প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। নরওয়ের প্রধানমন্ত্রী এ আমন্ত্রণ গ্রহণ করেন। এবং সুবিধামতো বাংলাদেশ সফর করবেন বলে জানান।
বৈঠকে প্রধানমন্ত্রী তার ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় ও প্রয়াশগুলোর কথা তুলে ধরেন।
নদী ভাঙ্গন রোধে সহায়তা ও জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তথ্য প্রযুক্তি খাতে বেশি বেশি কর্ম সংস্থান নিশ্চিত করতে বিনিয়োগের নিশ্চয়তা দেন নরওয়ের প্রধানমন্ত্রী।
বাংলাদেশের নারীর ক্ষমতায়নে শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন তিনি।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, পরিবেশমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, পররাষ্ট্র সচিব শহীদুল হক ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন।
পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন।
** বৈশ্বিক জলবায়ু চুক্তিতে জোর দিলেন বারাক ওবামা
** বিরূপ জলবায়ু মোকাবেলায় লড়ছি, জাতিসংঘে প্রধানমন্ত্রী
** ২০১৫ সালে অর্থবহ জলবায়ু চুক্তির আহ্বান জাতিসংঘে
** জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু মঙ্গলবার
** বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আ’লীগের সমাবেশ
** নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময় ০০১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪