জাতিসংঘ সদর দফতর থেকে: বাংলাদেশে তৈরি পোশাক খাতে উন্নয়নে ১৫ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দেবে বেলারুস সরকার। দীর্ঘ মেয়াদী চুক্তিতে এই সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিলেন দেশটির প্রধানমন্ত্রী মিখাইল মিয়াসনিকোভিচ।
বুধবার সকালে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মিয়াসনিকোভিচ দ্বি-পাক্ষিক বৈঠক করেন।
প্রায় আধাঘণ্টার এই বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদার করার বিভিন্ন দিক নিয়ে কথা বলেন দুই প্রধানমন্ত্রী।
পরে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের কাছে বৈঠকের বিষয়ে ব্রিফ করেন।
ইকবাল সোবহান চৌধুরী জানান, বৈঠকে বিশ্বের অন্যতম পটাস উৎপাদনকারী দেশ বেলারুসের প্রধানমন্ত্রী তার দেশ থেকে বাংলাদেশে পটাস রপ্তানির আগ্রহ প্রকাশ করেন। আর বাংলাদেশ থেকে ওষুধ ও কৃষিজাত পণ্য আমদানির আগ্রহ দেখান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ও বেলারুসের মধ্যে বিদ্যমান বন্ধুত্বের সম্পর্কের কথা স্মরণ করেন এবং বানিজ্য খাতে দুই দেশের মধ্যে সহযোগিতাপূর্ণ মনোভাবে সন্তোষ প্রকাশ করেন।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও বেলারুসের মধ্যে বাণিজ্যখাতে বিনিয়োগের সম্পর্ক দিন দিন জোরদার হবে বলেও আশা প্রকাশ করেন, জানান ইকবাল সোবহান চৌধুরী।
দ্বি-পাক্ষিক এই বৈঠকে অংশ নেওয়াই ছিলো বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম কর্মসূচি। দুপুরে তিনি যোগ দিচ্ছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের পক্ষ থেকে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে দেওয়া মধ্যাহ্ন ভোজে।
পরে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন গ্লোবাল এডুকেশন ফার্স্ট ইনিশিয়েটিভ’র উদ্যোগে বিশ্বের জন্য মানসম্পন্ন শিক্ষা চাই এই প্রতিপদ্যে আয়োজিত কর্মসূচিতে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অনুষ্ঠানে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে তার সরকারের পদক্ষেপ ও ভবিষ্যত কর্ম পরিকল্পনা তুলে ধরবেন।
বাংলাদেশ সময়: ২২৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৪
** চরমপন্থার ক্যান্সার প্রতিরোধে এক হতে হবে
** সিট ছাড়বেন না, মন্ত্রীদের প্রধানমন্ত্রী
** পরস্পরের বক্তব্যের প্রশংসায় হাসিনা-ওবামা
** বৈশ্বিক জলবায়ু চুক্তিতে জোর দিলেন বারাক ওবামা
** বিরূপ জলবায়ু মোকাবেলায় লড়ছি, জাতিসংঘে প্রধানমন্ত্রী
** ২০১৫ সালে অর্থবহ জলবায়ু চুক্তির আহ্বান জাতিসংঘে
** জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু মঙ্গলবার
** বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আ’লীগের সমাবেশ
** নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী