হোটেল গ্র্যান্ড হায়াত থেকে: নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে এসে বৃহস্পতিবার চতুর্থ দিনেও দিনভর ব্যস্ততার কর্মসূচি নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দিনের মূল ফোকাস থাকবে কমনওয়েলথ এর সিএইচওজিএম সংস্কার।
বিকেল সোয়া চারটায় জাতিসংঘ সদর দফতরের কমিটি রুমে এই কর্মসূচি শুরু হবে। এতে কমনওয়েলথের সরকার বা রাষ্ট্রপ্রধানরা কথা বলবেন এই সংস্কার নিয়ে।
পরে কমনওয়েলথ নেতাদের সমন্বয়ে গঠিত একটি ওয়ার্কিং গ্রুপ ২০১৫ পরবর্তী সময়ের করণীয় নির্ধারণ করে একটি কমনওয়েলথ ঘোষণা গ্রহণ করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বলে জানিয়েছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন।
দিনের কর্মব্যস্ততা শুরু হবে ভয়েস অব আমেরিকার সঙ্গে সাক্ষাতকার দিয়ে। হোটেল গ্র্যান্ড হায়াতের বাইল্যাটারেল মিটিং রুমে এই সাক্ষাতকার নেবেন ভয়েস অব আমেরিকার বিশিষ্ট সাংবাদিক সরকার কবীর উদ্দিন।
দুপুরে বিসনেস কাউন্সিল ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং (বিসিআইইউ)’র দেওয়া মধ্যাহ্ন ভোজসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। গ্র্যান্ড হায়াতের ইম্পেরিয়াল হলে এই কর্মসূচিতে প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবদুস সোবহান সিকদার, সিনিয়র সচিব আবুল কালাম আজাদ ও এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।
সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক হবে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার সঙ্গে। গ্র্যান্ড হায়াতের দ্বি-পাক্ষিক বৈঠক কক্ষে এই বৈঠক চলবে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত।
এছাড়া রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির বাসভবন বাংলাদেশ হাউসে আয়োজিত একটি ব্যক্তিগত নৈশভোজে অংশ নেবেন।
** চ্যাম্পিয়ন শেখ হাসিনার ডাক, ‘অস্ত্র নয় শিক্ষায় অর্থ দিন’
** গার্মেন্টস শিল্পে ১৫ মিলিয়ন ডলার দেবে বেলারুস
** চরমপন্থার ক্যান্সার প্রতিরোধে এক হতে হবে
** সিট ছাড়বেন না, মন্ত্রীদের প্রধানমন্ত্রী
** পরস্পরের বক্তব্যের প্রশংসায় হাসিনা-ওবামা
** বৈশ্বিক জলবায়ু চুক্তিতে জোর দিলেন বারাক ওবামা
** বিরূপ জলবায়ু মোকাবেলায় লড়ছি, জাতিসংঘে প্রধানমন্ত্রী
** ২০১৫ সালে অর্থবহ জলবায়ু চুক্তির আহ্বান জাতিসংঘে
** জাতিসংঘে প্রধানমন্ত্রীর ব্যস্ততা শুরু মঙ্গলবার
** বিএনপির বিক্ষোভ, প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে আ’লীগের সমাবেশ
** নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
** জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৪