ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

নিউইয়র্ক

শিক্ষাবিদ ড. মনসুরের মৃত্যুতে নিউইয়র্ক আ’লীগের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩৩, অক্টোবর ২, ২০১৪
শিক্ষাবিদ ড. মনসুরের মৃত্যুতে নিউইয়র্ক আ’লীগের শোক

ঢাকা: একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. মনসুর খানের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার এক শোক বার্তায় নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মিঞা ও সাধারণ সম্পাদক শাহীন আজমল শাহিন জানান, বিশিষ্ট শিক্ষাবিদ ড. মনসুর খান গত ২০ বছর ধরে প্রবাসে বাংলাদেশি ছেলে মেয়েদর উচ্চশিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে যে অবদান রেখেছেন, তা প্রবাসী বাঙালিরা চিরদিন স্মরণ রাখবে।



তারা শিক্ষাবিদ ড. মনসুর খানের বিদেহীআত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ