বাংলাদেশের ১৮ লাখ শিশু বিদ্যালয়ের আঙিনায় পা রাখতে পারে না। প্রাথমিকে ভর্তি হওয়া শিশুদের ৫৩ শতাংশ শিক্ষার্থী ঝরে পড়ে মাধ্যমিক পযার্য়ের আগেই।
‘শিক্ষা’ নাগরিকের মৌলিক অধিকার হলেও, এখনও তা বিপুলসংখ্যক শিশুর নাগালের বাইরে রয়ে গেছে। সুবিধাবঞ্চিত এসব শিশুদের শিক্ষাকার্যক্রমে সহায়তার জন্য তহবিল সংগ্রহ করতে নিউইয়র্কে একটি কনসার্টের আয়োজন করা হয়েছে।
রোববার নিউইয়র্কের কুইন্স প্যালেস নাইট ক্লাবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ‘দি অপটিমিস্টস’ এর আয়োজনে কনসার্টটি অনুষ্ঠিত হবে।
দি অপটিমিস্টস বাংলাদেশ নামের স্বেচ্ছাসেবী এই বেসরকারি সংস্থাটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে শিক্ষাসহ শিশু অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে সংস্থাটি।
বাংলাদেশ সময়: ১০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪