নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজাকে একটি স্থায়ী পাবলিক প্লেস হিসেবে রূপ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষে একটি কর্মশালারও আয়োজন করা হয়েছে স্থানীয় সময় শনিবার বিকেলে।
কুইন্সের কাউন্সিল মেম্বার ড্যানিয়েল ড্রম, নিউইয়র্ক সিটি ডট, ডিসিসি, ছায়া সিডিসি, ফ্রেন্ডস অব ডাইভার্সিটি প্লাজা, সুখি নিউইয়র্ক এই কর্মসূচির যৌথ উদ্যোক্তা।
ভিশনিং সেশন শীর্ষক এই আয়োজনে একটি নকশাপ্রণয়নকারী দল ডাইভার্সিটি প্লাজা ঘুরে দেখবে এবং এই স্থানটিকে আরও কার্যকরভাবে কমিউনিটির প্রয়োজনে ব্যবহার করা যায় তার নির্দেশনা দেবে।
যে কেহই দিতে পারবে তার নিজের মতামত। পরে তা বাংলা, স্প্যানিশ, নেপালি ও তিব্বতি ভাষায় অনুবাদ করে সকলের জন্য উপস্থাপন করা হবে। কেউ সরাসরি উপস্থিত না থেকে অনলাইন সার্ভের মাধ্যমেও তাদের মত দিতে পারবে।
নিউইয়র্কের এই ডাইভার্সিটি প্লাজা বেশ কিছুদিন ধরেই পাবলিক প্লেস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন অনুষ্ঠানও এখানেই উদযাপন হয়। স্থায়ীভাবে স্থানটি বরাদ্দ ও উন্নয়ন হলে তা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুফল দেবে বলেই মনে করছেন কমিউনিটির নেতারা।
বাংলাদেশ সময় ১১৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৪