ঢাকা: জাতিসংঘ মহাসচিবের স্ত্রী মিসেস বান সুন-টিক‘র ৭০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশ মিশনের স্থায়ী প্রতিনিধি একে আবদুল মোমেনের স্ত্রী সেলিনা মোমেন।
অনুষ্ঠানে অংশ নেওয়ায় সেলেনা মোমেনকে এক পত্রের মাধ্যমে আন্তরিক ধন্যবাদ জানান বানপত্নী।
পত্রে বলেন, আমার ৭০তম জন্মদিনে যোগদান করায় আপনাকে আমার হৃদয়গ্রাহী ধন্যবাদ জানাচ্ছি। আপনার উপস্থিতিতে আমি সত্যিই খুব উৎফুল্ল এবং আনন্দিত হয়েছি। আপনার উপহার ও উজ্জীবিত চিন্তাধারার জন্য আপনাকে ধন্যবাদ। আমি শিগগির আবার আপনার সাক্ষাতের অপেক্ষায় থাকলাম।
জাতিসংঘ মহাসচিবের স্ত্রীর এমন অনুভূতি বাংলাদেশের আসন জাতিসংঘে তথা বিশ্ব দরবারে আরও সৃদৃঢ় করবে। যেখানে সারা বিশ্বের কাছে বাংলাদেশের কৃষ্টি, কালচার ও সম্প্রীতিকে আরও গ্রহণযোগ্য করে তুলবে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৩০৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৪