ঢাকা: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে জেলহত্যা দিবস পালিত হয়েছে। সোমবার (৩ নভেম্বর) দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় স্থায়ী প্রতিনিধি ড.এ.কে আব্দুল মোমেন বলেন, জাতীয় চার নেতাকে হত্যার বিচার প্রক্রিয়া শুরু করার মাধ্যমে শেখ হাসিনা আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকারের প্রতি জন মানুষের আস্থার পরিচয় বহন করেছেন। বঙ্গবন্ধুর অবর্তমানে জাতীয় চারনেতা ছিলেন মুক্তিযুদ্ধের চেতনার চারটি মূল স্তম্ভ। ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর রাজনৈতিক নেতৃত্বকে না ছাড়ার অভিসন্ধি থেকেই জাতীয় এ চারনেতাকে হত্যার সিদ্ধান্ত নেয় খন্দকার মোশতাক চক্র।
তিনি আরও বলেন, ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পর জেল হত্যার বিচার প্রক্রিয়া শুরুর মধ্য দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মুক্তিযুদ্ধের চেতনায় একটি জনকল্যাণকামী রাষ্ট্রের প্রত্যয় ব্যক্ত হয়েছে।
সভা সঞ্চালনা করেন মিশনের কাউন্সিলর ও হেড অব চ্যান্সারি রকিবুল হক এবং আলোচনায় অংশ নেন মিশনের উপ-স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান এবং ইকনোমিক মিনিস্টার বরুন দেব মিত্র।
আলোচনা শেষে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, নভেম্বর ০৪, ২০১৪