নিউইয়র্ক: রাজাকার মুক্ত বাংলাদেশ গড়তে নিউইয়র্কে মুক্তিযোদ্ধাদের শপথের মধ্যদিয়ে পালিত হয়েছে মহান বিজয় দিবস।
নিউইয়র্ক স্থানীয় সময় ১৬ই ডিসেম্বরের প্রথম প্রহরে ১৬টি পতাকার সঙ্গে বিজয়ের ৪৪ বছরে পদার্পনে ৪৪ ফুট দীর্ঘ পতাকা উড়িয়ে জাতীয় সঙ্গীতে অস্থায়ী স্মৃতি সৌধে পুস্পার্ঘ্য অর্পন করেন সর্বস্তরের প্রবাসীরা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, যুক্তরাষ্ট্র শাখা সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে সন্ধ্যা থেকে রাত ১২টা অবধি আলোচনা সভা ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রর শিল্পীদের পরিবেশনায় ‘বিজয় উল্লাস’ কর্মসূচি পালন করে।
পরে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজাতে স্থাপিত অস্থায়ী স্মৃতি সৌধে (জাতীয় স্মৃতিসৌধের রেপ্লিকা) রাত ১২টা এক মিনিটে মুক্তিযোদ্ধারা এসময় রাজাকার মুক্ত বাংলাদেশ গড়ার শপথ নেন। অস্থায়ী স্মৃতিসৌধে প্রথমে যুক্তরাষ্ট্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পরে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. একে আব্দুল মোমেন ও নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শামীম আহসান পুস্পার্ঘ্য অর্পন করেন।
এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ছাত্রলীগ,যুবলীগ, মহিলা আওয়ামী লীগসহ সর্বস্তরের প্রবাসীরা পর্যায়ক্রমে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানান।
এর আগে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ যুক্তরাষ্ট্র শাখার ‘বিজয় উল্লাস’ আয়োজনে পালকি সেন্টারে আলোচনা পর্বে মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে যুদ্ধাপরাধীদের বিচার বিলম্বিত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে দাবি জানান।
বক্তারা বলেন, স্বাধীন বাংলাদেশে রাজনীতি করতে হলে বাংলাদেশের সংবিধান, মুক্তিযুদ্ধ ,স্বাধীনতা এবং জাতিরজনক বঙ্গবন্ধুকে মানতেই হবে।
মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরীর সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন- প্রধান অতিথি কনসাল জেনারেল শামীম আহসান, মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান,মুজাহিদুল ইসলাম ওসাজ্জাদুর রহমানসহ প্রবাসী মুক্তিযোদ্ধা, কমিউনিটি এক্টিভিষ্ট এটর্নি মঈন চোধুরী প্রমুখ।
কনসাল জেনারেল শামীম আহসান তার বক্তব্যে প্রবাসে দেশের ভাবমূর্তিকে আরো উজ্জ্বল করতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাকে উচ্চমাত্রায় নিয়ে চলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশে রুপান্তরিত হচ্ছে যার সামান্য নিদর্শন ডিজিটাল পাসপোর্ট।
বাংলাদেশ সময়: ২৩৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৪