‘নিউইয়র্ক: সরকারের কোনো কোনো মন্ত্রী ২০১৯ সালের আগে আলোচনা হবে না- এমন কথা বলে পরিস্থিতিকে বিস্ফোরোন্মুখ করে ফেলেছেন’ বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট সাদেক হোসেন খোকা।
নিজের পৃসঙ্গে খোকা জানান, খালেদা জিয়ার নির্দেশ মতো যুক্তরাষ্ট্র কংগ্রেস ও সরকারের সঙ্গে যোগাযোগসহ সাংগঠনিক কর্মকাণ্ড করছেন তিনি।
স্থানীয় সময় মঙ্গলবার (১৩ জানুয়ারি) নিউইয়র্কে সংবাদ সম্মেলনে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে সাদেক হোসেন খোকা বলেন, বিএনপি ৭ দফা দিয়েছে। সরকারের শুভ বুদ্ধির উদয় হবে ভেবেছিলাম। কিন্তু সরকার তা বিবেচনায় নেয়নি। আলোচনার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে।
তিনি আরও বলেন, ‘আলোচনা করে সমঝোতার মাধ্যমে সকল দলের অংশগ্রহণে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠন করা গেলে আপাতত সংকট থেকে উত্তরণ সম্ভব বলে মনে করে বিএনপি। এরপর নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি রোধ নিয়ে সব দল মিলেই কাজ করতে হবে।
বাংলাদেশ সময়: ০২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৫