ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী পালিত

গোপাল সান্যাল, নিউইয়র্ক থেকে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫
নিউইয়র্কে সুচিত্রা সেনের মৃত্যুবার্ষিকী পালিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্ক: মহানায়িকা সুচিত্রা সেনের মহাপ্রয়াণ দিবস পালন করেছে নিউইয়র্কে অবস্থিত সুচিত্রা সেন মেমোরিয়াল, ইউএসএ।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১০টায় সুচিত্রা অভিনীত ছবিগুলোর গান লাউডস্পিকারে পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।



ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত নাট্যজন জামালউদ্দীন হোসেন।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অবস্থিত মুক্তধারা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সুচিত্রা সেনের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, তার অভিনীত চলচ্চিত্র প্রদর্শনী ও তার ওপর প্রকাশিত অর্ধশতাধিক গ্রন্থ প্রদর্শন করা হয়।  

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নাসিমুন নাহার নিনি, বিশ্বজিত সাহা, ফাহিম রেজা নূর, সুব্রত বিশ্বাস, ওবায়দুল্লা মামুন, তালুকদার মোহাম্মদ রতন, শিবলী সাদেক, আনোয়ার উদ্দিন প্রমুখ।  

এ সময় প্রদীপ জ্বালিয়ে মহানায়িকাকে শ্রদ্ধা জানানো হয়। সুচিত্রা ভক্তরা এদিন সকাল থেকেই অনুষ্ঠানস্থলে উপস্থিত হতে থাকেন।   রাস্তা থেকে সুচিত্রা সেন অভিনীত সিনেমার গান শুনে অনেককেই অনুষ্ঠানস্থলে ভিড় করতে দেখা যায়।

অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সদস্য সচিব গোপাল সান্যাল পাবনার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অথবা পাবনা মেডিকেল কলেজের যে কোনো একটি ছাত্রীবাসের নামকরণ সুচিত্রা সেনের নামে করার দাবি জানান।

মহানায়িকার স্মরণে এ প্রদর্শনী চলবে ১৮ জানুয়ারি রাত ১০টা পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ