নিউইয়র্ক: বই মানুষকে আমৃত্যু প্রেরণা যোগায়। বই মানুষকে আলোকিত করে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে মুক্তধারা নিউইয়র্ক আয়োজিত অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আগামী ১ মার্চ পর্যন্ত নিউইয়র্কে এ গ্রন্থমেলা চলবে।
কবি সাজেদ কামাল বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে মুক্তধারা বহির্বিশ্বে গত ২৫ বছর ধরে কাজ করছে। ১৯৯২ জাতিসংঘের সামনে শহীদ দিবস পালনের মাধ্যমে আন্তর্জাতিক বলয়ে একুশকে তুলে ধরা হয়। আর এবছর মুক্তধারা ফাউন্ডেশনের প্রস্তাবনায় নিউইয়র্কের গভর্নর কুমো নিউইয়র্ক স্টেটে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করেছেন। এটা খুব বড় একটি বিষয়।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় মুক্তধারায় লেখক-সাহিত্যিক-সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত একুশে গ্রন্থমেলা ফিতা কেটে উদ্বোধন করেন সাজেদ কামাল।
এসময় মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা এবছর প্রকাশিত ৪০টি বই মেলায় স্থান পেয়েছে বলে উল্লেখ করেন।
উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘একুশ ও নতুন বই’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্পাদক-লেখক ফাহিম রেজা নূরের সঞ্চালনে লেখক-কলামিস্ট হাসান ফেরদৌস, সাংবাদিক-লেখক দর্পন কবীর ও সাজেদ কামাল বক্তব্য রাখেন।
দর্পণ কবির বলেন, নানা প্রতিকূলতার মাঝে মুক্তধারার এ প্রচেষ্টা উল্লেখ করার মতো, তাই আমি সবসময় এ উদ্যোগকে সাধুবাদ জানাই।
হাসান ফেরদৌস বলেন, বই বের হওয়া এখন খুব সহজ। লেখার এত জায়গা এখন হয়েছে, কিছু প্রকাশ করা এখন কোনো বিষয়ই নয়। কিন্তু একটি বিষয়ে লেখকদের সচেতন থাকা দরকার, তিনি যা লিখছেন, সেটি গ্রন্থ হিসেবে প্রকাশের যোগ্য কিনা, সেটা নিয়ে ভাবা।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫