নিউ ইয়র্ক: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্রুপদ, খেয়াল ও টপ্পার ২৭টি নির্বাচিত গান নিয়ে ‘রাগের রঙে রবি’ অনুষ্ঠানের আয়োজন করেছে সাংস্কৃতিক সংগঠন ‘প্রকৃতি’।
কবিগুরুর ১৫৪তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জানাতে প্রকৃতি এ বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
শনিবার (১৩ জুন) স্থানীয় সময় রাত ৮টায় সমবেত কণ্ঠে ‘শুভ্র আসনে বিরাজ’ দিয়ে শুরু হয় অনুষ্ঠান।
এর আগে, নিউ ইয়র্ক প্রকৃতির পক্ষে আখতার আহমেদ রাশা সমবেত দর্শকদের স্বাগত জানান। সংগঠন হিসেবে মাত্র চার বছরে পা দিয়েছে প্রকৃতি। এর মধ্যেই প্রবাসের সংস্কৃতিপ্রেমীদের হৃদয়ে গড়ে নিয়েছে পাকাপোক্ত আসন।
শাকিল মিয়ার ডিজাইন করা আকর্ষণীয় একটি প্রকাশনা আগত অতিথিদের হাতে হাতে পৌঁছে দেওয়া হয়।
প্রবাসের বিশিষ্ট উপস্থাপক জিএইচ আরজু পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। শিল্পীদের মধ্যে অংশ নেন ছিলেন অমিত
দে, জলি কর, জয়ন্তী ভট্টাচার্য, নন্দিনী পোদ্দার, ম্যারিস্টেলা আহমেদ শ্যামলী, মৌগন্ধা আচার্য, সুব্রত দত্ত, শান্তানা ভিনা শীতু, চিত্রা এষ, টিটু দত্ত, দেলোয়ার হোসেন ও বিজয় দাস।
পার্থ গুপ্ত অতিথি হিসেবে কিবোর্ডে ছিলেন। তবলা সঙ্গত করেন পিনাক পানি গোস্বামী ও মন্দিরায় সহযোগিতা করেন বিদ্যুৎ রায়।
নন্দিতা দাস ও দূর্বা চ্যাটার্জির নাচ অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। সমগ্র অনুষ্ঠানটির গ্রন্থনায় ছলেন অরবিন্দ আচার্য। শব্দ ও আলোক নিয়ন্ত্রণে ছিলেন শামীম মামুন লিটন।
প্রকৃতির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ড. প্রদীপ কর, নীলিমা দে নীতা, নাজমুল কাদির, মিনি কাদির, অঞ্জন ভট্টাচার্য, সিসিলিয়া মোরাল, দেলোয়ার হসেন, টিটু দত্ত, অপূর্ণ চন্দ্র মুখার্জি।
বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জুন ১৮, ২০১৫
এসএস