ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

নিউইয়র্ক

তাজ-প্রমি আসছেন ‘প্রিয়তা’ নিয়ে

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪০, জুলাই ৬, ২০১৫
তাজ-প্রমি আসছেন ‘প্রিয়তা’ নিয়ে

ঢাকা: যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি সংগীতশিল্পী রায়ান তাজ ও প্রমিতা খান প্রমি শিগগির হাজির হবেন তাদের প্রথম অ্যালবাম ‘প্রিয়তা’ নিয়ে।

অ্যালবামটি নিবেদন করছে টিজে সাউন্ড এন্টারটেইনমেন্ট।

এ উপলক্ষে ১৬ আগস্ট নিউইয়র্কের কুইন্স প্যালেসে এক সংগীত সন্ধ্যার আয়োজন করেছেন আয়োজকরা।

এ ব্যাপারে রায়ান তাজ বলেন, এ অনুষ্ঠানে নতুন অ্যালবাম থেকে কয়েকটি গান পরিবেশন করবো আমরা। অ্যালবামের গানগুলো নিয়ে মিউজিক ভিডিও তৈরি করছে টিজে সাউন্ড এন্টারটেইনমেন্ট।

অ্যালবামটির অপর শিল্পী প্রমিতা খান প্রমি বলেন, আশা করছি গানগুলো শ্রোতাদের ভাল লাগবে।

কুইন্স প্যালেসের অনুষ্ঠানটিতে আসার জন্য প্রবাসী বাংলাদেশিসহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।

শিগগির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলেও জানান আয়োজকরা।  

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৫
পিআর/এসইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ