ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

নিউইয়র্ক

ফ্লোরিডার কারাগারে ১০ দিন ধরে অনশনে ১০ বাংলাদেশি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩২, ডিসেম্বর ১৩, ২০১৫
ফ্লোরিডার কারাগারে ১০ দিন ধরে অনশনে ১০ বাংলাদেশি

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি কয়েদখানায় ১০ দিন ধরে অনশন করছেন ১০ জন বাংলাদেশি। অবৈধ অভিবাসনের অপরাধে তাদের আটকে রাখা হয়েছে ক্রোম সার্ভিস প্রসেসিং সেন্টার নামের একটি ডিটেনশন সেন্টারে।

আটককৃতরা কেবল পানি পান করে দিন কাটাচ্ছেন। শুক্রবার তার চিকিৎসা সুবিধা নিতেও অস্বীকৃতি জানান।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, জোরপূর্বক তাদের শারীরিক পরীক্ষা চালাতে আদালতের নির্দেশনা চেয়েছে কারা কর্তৃপক্ষ। মিয়ামি ফেডারেল কোর্টের কাছে পাঠানো ওই আবেদনে বলা হয়েছে, প্রয়োজনীয় শারীরিক পরীক্ষাগুলো চালানোর বিষয়ে আপত্তি জানাচ্ছেন আটককৃতরা।

ডিটেনশন সেন্টারের চিকিৎসকদের বরাতে আদালতের নথিতে বলা হয়েছে, আটককৃতরা তাদের অভিবাসন মামলায় দেওয়া সিদ্ধান্তে অসন্তুষ্ট ও ক্ষুব্ধ। আর সে কারণেই তারা এই অনশন করছেন।

আটককৃত বাংলাদেশিদের বয়স ১৯ থেকে ৪৩ বছর। আর গত ১০ দিনে তাদের প্রত্যেকের গড়ে ১৪ পাউন্ড করে ওজন কমে গেছে।

২০১৪ ও ২০১৫ সালে টেক্সাসের হিদালগো থেকে এই বাংলাদেশিদের আটক করা হয়। অবৈধ পথে যুক্তরাষ্ট্রে ঢোকার চেষ্টা করছিলেন বলেই পুলিশ তাদের আটক করে।  

বাংলাদেশ সময় ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ