ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউইয়র্ক

নিউইয়র্কে অভিবাসন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৬
নিউইয়র্কে অভিবাসন বিষয়ক সংলাপ অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘গ্লোবাল মাইগ্রেশন কমপ্যাক্ট’ এর উপর ‘গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে’র (জিএফএমডি) দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা: নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ‘গ্লোবাল মাইগ্রেশন কমপ্যাক্ট’ এর উপর ‘গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে’র (জিএফএমডি) দিনব্যাপী সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সময় ১৪ নভেম্বর (সোমবার) দ্বিতীয়বারের মতো জিএফএমডি’র এ সভা অনুষ্ঠিত হয়।

চলতি বছরের জুলাই মাসে জাতিসংঘে এ ফোরামের প্রথম সভা হয়।

জাতিসংঘের ৭১তম সাধারণ অধিবেশনে গৃহীত ‘নিউ ইয়র্ক ডিক্লেরাশন ফর রিফুজিস অ্যান্ড মাইগ্রেন্টস’র প্রস্তাব অনুযায়ী জিএফএমডি’র মাধ্যমে এ ফোরামের রূপরেখা চূড়ান্ত করা হবে।

যা ২০১৮ সালে অনুষ্ঠিতব্য আন্ত‍ঃরাষ্ট্রীয় সম্মেলনে জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করবে বলে আশা করা হচ্ছে।

জিএফএমডি’র চেয়ারম্যান ও পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সভাপতিত্বে শুরু হওয়া সংলাপে স্বাগত বক্তব্য দেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।

এছাড়া সূচনা পর্বে জিএফএমডি-ত্রয়িকাভুক্ত তিনটি সদস্য রাষ্ট্র জার্মানি, মরক্কো ও তুরস্ক, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মহাপরিচালক রাষ্ট্রদূত উইলিয়াম লেসি সুইং, আন্তর্জাতিক অভিবাসন বিষয়ে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি পিটার সাদারল্যান্ডের জ্যেষ্ঠ উপদেষ্টা গ্রেগরি মেনিয়াতিস এবং জাতিসংঘ মহাসচিবের বিশেষ উপদেষ্টা মিজ ইজুমি নাকামিতসু বক্তব্য দেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সাদিয়া ফয়জুন্নেসা, শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ এবং জেনেভায় নিযুক্ত মিনিস্টার নাহিদা সোবহান তিনটি সেশন সঞ্চালনা করেন। একটি পর্ব পরিচালনা করেন জেনেভায় নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামীম আহসান।

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৬
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ