ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

নিউইয়র্ক

ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগের সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জুলাই ৬, ২০১৮
ক্যালিফোর্নিয়া আওয়ামী যুবলীগের সম্মেলন সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক

মার্কিন যু্ক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়া স্টেট আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা একেএম তারিকুল হায়দার চৌধুরী ও যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজের উপস্থিতিতে কাউন্সিল সদস্যরা ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগের সভাপতি পদে সুবর্ণ নন্দী তাপস, সাধারণ সম্পাদক পদে সাইফুল ইসলাম চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক পদে শ্যামল মজুমদারের নেতৃত্বে ৩১ সদস্যের ক্যালিফোর্নিয়া স্টেট যুবলীগ গঠন করেন।

একই সঙ্গে সম্মেলনে আলমগীর হোসেনকে সভাপতি ও হাবিবুর রহমান ইমরানকে সাধারন সম্পাদক করে লসএঞ্জেলস সিটি যুবলীগের ২১ সদস্যের কমিটি গঠন করা হয়।

সম্মেলনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যুবলীগের নেতাকর্মীরা যোগদান করেন। সম্মেলন শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

নতুন কার্যকরী কমিটির নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান উন্নয়নের ধারাকে গতিশীল রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ২২৫৩ ঘণ্টা, জুলাই ০৬, ২০১৭
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

নিউইয়র্ক এর সর্বশেষ